প্রতিদিন প্রতিবেদক দেলদুয়ার : বাংলাদেশ আওয়ামীলীগ এর উপদেষ্টামন্ডলীর সদস্য সাবেক সাংসদ টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটুর পিতা হাজী মকবুল হোসেনের মৃত্যুতে শোক প্রস্তাব এনেছেন উপজেলা প্রশাসন।
সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইনশৃঙ্খলা সভায় এই শোক প্রস্তাব আনা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তারের সভাপতিত্বে হাজী মকবুলের জীবনালেখ্য স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ,
উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ফজলুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস.এম এসহসানুল হক সুমন, সদর ইউপি চেয়ারম্যান আবু তাহের বাবলু,
এলাসিন ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন তালুকদার, ডুবাইল ইউপি চেয়ারম্যান মোঃ ইলিয়াস মিয়া। পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।