প্রতিদিন প্রতিবেদক দেলদুয়ার : টাঙ্গাইলের দেলদুয়ারে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে সোমবার (২৮ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার।
সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মোবারক হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি মো. ফজলুল হক, পাথরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হানিফুজ্জামান লিটন,
সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ শহিদুল আলম বাবলু, প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম, সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস কর্মকর্তা মো. আতিয়ার রহমান।