প্রতিদিন প্রতিবেদক দেলদুয়ার : দেলদুয়ারে এই প্রথম একজন চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। এ নিয়ে উপজেলায় আক্রান্ত ৪২ জন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ জুন) প্রাপ্ত রিপোর্টে হাসপাতালের একজন মেডিকেল অফিসার সহ ৪জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা হলেন দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জেনিফার ইয়াসমিন,
উপজেলা এলজিইডি অফিসের কর্মচারী শাহজাহান মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মতার অফিসের কর্মচারী আল আমিন ও বর্নী গ্রামের আব্দুল লতিফের ছেলে আব্দুস সামাদ।
উপজেলায় এ পর্যন্ত ৪২ জন আক্রান্ত হয়েছেন। তার মধ্যে সুস্থ্য হয়েছেন- ২২ জন, চিকিৎসাধীন আছেন- ১৯ জন এবং ১ জনের মৃত্যু হয়েছে।