সংবাদ শিরোনাম:

দেলদুয়ারে সম্প্রতি নির্মাণাধীন স্কুলের তিনটি দেয়াল ধ্বসে পড়েছে

  • আপডেট : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯
  • ৬২২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক দেলদুয়ার : দেলদুয়ারে নিম্ন মানের নির্মাণ সামগ্রী দিয়ে স্কুল ভবনের দেয়াল নির্মাণ করায় ধ্বসে পড়েছে তিন দেয়াল। এতে আতংকিত শিক্ষার্থী ও শিক্ষকরা।

উপজেলার প্রাণকেন্দ্র শাফিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের গাথুনীকৃত দেয়ালে পানি দেয়ার সময় ধ্বসে পড়ে।

জানা যায়, ১৯৮৫ সালে সাবেক সেনাপ্রধান এম আতিকুর রহমান তার শাশুরি শাফিয়ার নামে দেলদুয়ার দক্ষিণ বাজারে শাফিয়া বালিকা উচ্চ বিদ্যালয় নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।

সম্প্রতি ওই বিদ্যালয়ের একটি ভবণ নির্মাণের জন্য শিক্ষা প্রকৌশল বিভাগ ৬৬ লক্ষ ৭১ হাজার ৬৮৪ টাকা বরাদ্দ দেয়। দরপত্র বিজ্ঞপ্তির মাধমে নির্মাণ কাজ পান জামালপুর সদরের ওয়াহিদ এন্টারপ্রাইজ নামের ঠিকাদার প্রতিষ্ঠান।

সম্প্রতি নির্মাণাধীন ওই ভবণের ২য় তলায় তিনটি শ্রেণিকক্ষের দেয়াল নির্মাণের কাজ করা নিম্ন মানের নির্মাণ সামগ্রী দ্বারা। দ্রব্যের মিশ্রণ অনুপাত সিডিউল অনুযায়ী না দেয়ায় গাথুণীকৃত দেয়ালে পানি দেয়ার সময়ই দেয়াল তিনটি ভেঙ্গে পড়ে যায়। বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষের নজরে এলে যথাযথ কর্তৃপক্ষকে লিখিতভাবে জানান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা তাহমিনা বেগম জানান, কাজের শুরুতেই অনিয়ম দৃষ্টিগোচর হলে কাজে দায়িত্বপ্রাপ্ত সহকারি প্রকৌশলী আশরাফুল ইসলামকে সিডিউল মোতাবেক কাজ করার জন্য একাধিকবার বলা হলেও তিনি কর্ণপাত করেননি।

কাজের দায়িত্বপ্রাপ্ত সহকারি প্রকৌশলী আশরাফুল ইসলামের নিকট মোবাইল ফোনে জানতে চাইলে এ বিষয়ে বক্তব্য দিতে তিনি অস্বীকৃতি জানান।

অভিযোগ প্রসঙ্গে সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিনিধি সংকর জানান, নির্মাণ কাজে নিম্ন মানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ ভিত্তিহীন। সিডিউল মোতাবেকই কাজ করা হচ্ছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme