প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের দেলদুয়ারে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া নিন্ম আয়ের মানুষের মধ্যে সরকারের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দেলদুয়ার উপজেলার দেউলী ইউনিয়নের ১৮৭ জন নিন্ম আয়ের মানুষের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। দেলদুয়ার উপজেলা প্রশাসনের মাধ্যমে দেউলী ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডে গিয়ে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, মহিলা ভাইস চেয়ারম্যান দেওয়ান তাহমিনা হক, দেউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম সাচ্চু, উপজেলা র্নিবাচন অফিসার মিসবাহ উদ্দিন, উপ-সহকারী কৃষি অফিসার ফারহানুল কবির, আব্দুল বাসেত, দেলোয়ার হোসেন, উপ-সহকারী প্রাণী সম্পদ অফিসার আজাহারুল ইসলাম, দেউলী ইউনিয়ন আওয়ামী লীগের আহব্বায়ক জাহাঙ্গীর কবির, যুগ্ম আহব্বায়ক জহুরুল ইসলামসহ প্রত্যেক ওয়ার্ডের মেম্বারবৃন্দ।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল ও একটি সাবান ।