প্রতিদিন প্রতিবেদক দেলদুয়ার: দেলদুয়ারে পুকুরে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মার্চ) বিকেলে শিশু আদিল (৪) মরদেহ বাড়ির সামনের একটি পুকুরে ভেসে উঠে। নিহত শিশু উপজেলার এলাসিন ইউনিয়নের সিংহরাগী গ্রামের বাহরম মিয়ার ছেলে।
স্থানীয়দের দেয়া তথ্যে জানা গেছে, রোববার সকাল ১১টার দিকে নিখোঁজ হয় শিশু আদিল । সোমবার (৩০ মার্চ) দুপুরে পুকুরে হঠাৎ শিশুর লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন তারা।
নিহত শিশুর চাচা এস এম আতোয়ার আদিলের মৃত্যু রহস্যজনক বলে দাবি করেছেন। ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে মন্তব্য করেছেন তিনি।
শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে সাইদুল হক ভূইয়া জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত হবে বলেও জানান তিনি।