প্রতিদিন প্রতিবেদক, দেলদুয়ার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্প -২ এর আওতায় মুজিব বর্ষ উপলক্ষে টাঙ্গাইলের দেলদুয়ারে এলাসিনে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।
শনিবার উপজেলার এলাসিন ইউনিয়নের পাল পাড়ায় ভূমি ও গৃহহীন ৮টি পরিবারের মাঝে জমি সহ পাকা ঘরের চাবি হস্তান্তর করেন স্থানীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
জমি ও ঘর পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান উপকারভোগীরা।
এসময় ইউএনও মাহমুদা আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান দেওয়ান তাহমিনা হক, ওসি সরকার আব্দুল্লাহ্ আল মামুন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এম শিবলী সাদিক, এলাসিন ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন তালুকদার, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি এস প্রতাপ মুকুল প্রমুখ।