প্রতিদিন প্রতিবেদক, দেলদুয়ার : টাঙ্গাইলের দেলদুয়ারে ১০১পাউন্ড কেক কেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইউএনও মাহমুদা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, সহকারী কমিশনার (ভূমি) ইমরান খান, অফিসার ইনচার্জ সরকার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো: ফজলুল হক, সাধারণ সম্পাদক লায়ন এম. শিবলী সাদিক, উপজেলা ভাইস চেয়ারম্যান এস.এম এহসানুল হক সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান দেওয়ান তাহমিনা হক, সদর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু তাহের বাবলু, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সৈয়দ শহিদুল আলম বাবলু, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শোয়েব মাহমুদ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, শিক্ষকমন্ডলী, মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈততিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।