প্রতিদিন প্রতিবেদক দেলদুয়ার: দেলদুয়ারে ৫০ ভাগ ভর্তুকিতে দুইটি কম্বাইন্ড হার্ভেষ্টার যন্ত্র বিতরণ করা হয়েছে। প্রতিটিতে সরকারি ভর্তুকির পরিমাণ ১৪ লক্ষ টাকা। মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তারের সভাপতিত্বে এক ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল ৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
সাম্প্রতিক করোনা ভাইরাস মোকাবেলা ও ত্রান বিতরণসহ বিভিন্ন বিষয় নিয়ে প্রশাসন ও চেয়ারম্যান গণকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিক নির্দেশনা প্রদান করেন এম পি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, মহিলা ভাইস চেয়ারম্যান দেওয়ান তাহমিনা হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস প্রতাপ মুকুল,
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শোয়েব মাহমুদ, সদর ইউ.পি চেয়ারম্যান আবু তাহের বাবলু, আটিয়া ইউ.পি চেয়ারম্যান সিরাজুল ইসলাম মল্লিক, এলাসিন ইউ.পি চেয়ারম্যান বেলায়েত হুসেন তালুকদার, ডুবাইল ইউ পি চেয়ারম্যান মোঃ ইলিয়াস মিয়া, পাথরাইল ইউ.পি চেয়ারম্যান হানিফুজ্জামান লিটন, দেউলী ইউ.পি চেয়ারম্যান কামরুল ইসলাম সাচ্চু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক অপু তালকুদার শিপলু।