প্রতিদিন প্রতিবেদক, দেলদুয়ার : টাঙ্গাইলের দেলদুয়ারে করোনা ভাইরাসের টিকা নিলেন চিত্রনায়ক নাইম-শাবনাজ দম্পত্তি।
বৃহস্পতিবার দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তারা এ টিকা গ্রহণ করেন।
এসময় প্রতিক্রিয়া ব্যক্ত করে শাবনাজ বলেন, অনেকেই ভ্যকসিনটা নিয়ে ভয় পাচ্ছে কিন্তু এ ভ্যাকসিন হলো অন্য সব ভ্যকসিনের মতই ব্যতিক্রমি কিছু না। ভ্যাকসিন নিয়েছি নরমালি কোন রকম খারাপ লাগছে না। ভ্যাকসিন নিয়ে আমরা নিজেরা ভাল থাকি আমাদের পরিবেশ ও দেশকে ভাল রাখি। চিত্র নায়ক নাইম বলেন উপজেলার পাথরাইল ইউনিয়নে আমার গ্রামের বাড়ী। ঢাকা থেকে এসে কয়েক মাস যাবত এখানে বসবাস করছি। দেশের মানুষকে ভালোবেসে ও দেশের প্রতি বিশ্বাস রেখে এই টিকা নিচ্ছি। এবং আমার সকল ভক্তবৃন্দ যারা আমাকে ভালোবাসেন তাদের সকলকে টিকা নেয়ার আহবান জানাচ্ছি।
একই দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ এ টিকা গ্রহণ করেন। উপজেলা স্বাস্থ্য প: প: কর্মকর্তা প্রবীর কুমার সরকার জানান এ পর্যন্ত উপজেলার ৫৭০ জনকে করোনা ভাইরাসের টিকা দেয়া হয়েছে। কারও কোন পার্শ্ব প্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।