প্রতিদিন প্রতিবেদক : বিপুল ভোটের ব্যাবধানে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দেলদুয়ারে আওয়ামীলীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী তরুন প্রজম্মেন অহংকার সৎ, নির্ভীক ও সাহসী জেলা আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান মারুফ।
তিনি আনারস প্রতিক নিয়ে ২৬ হাজার ৯শত ৯০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দি মোঃ ফজলুল হক নৌকা প্রতিক নিয়ে পেয়েছেন ১৫ হাজার ৮ শত ৫৭ ভোট।
অপর নিকটতম প্রতিদ্বন্দি বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান দোয়াত-কলম প্রতিক নিয়ে পেয়েছেন ৯ হাজার ৭ শত ১৬ ভোট।
মারুফ বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় দেলদুয়ার উপজেলা বাসীর মধ্যে পরিবর্তন এসেছে।
উপজেলাবাসী উৎসব মূখর পরিবেশে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে উপজেলা পরিষদের সামনে মারুফ কে শুভেচ্ছা জানাতে ভীড় করেন।
রোববার নির্বাচন শেষে ভোট গণনার পর উপজেলা রিটানিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাদিরা আক্তার রাত সাড়ে ৯টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারীভাবে উপজেলার ৫৬টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন। এতে ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান মারুফ বেসরকারি ভাবে নির্বাচিত হন।
এছাড়াও ভাইস চেয়ারম্যন প্রার্থী এহসানুল হক সুমন তালা প্রতিক নিয়ে পেয়েছেন ২৪ হাজার ২ শত ৪৭ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান দেওয়ান তাহমিন হক ফুটবল প্রতিক নিয়ে পেয়েছেন ২৪ হাজার ৮ শত ৯৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বচিত হয়েছেন।
উল্লেখ্য, আনারস প্রতিকের স্বতন্ত্র প্রার্থী হয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত মাহমুদুল হাসান মারুফ জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক।
মারুফ দেলদুয়ার উপজেলার মুশুরিয়া গ্রামের মো. আব্দুল মালেক ও মাহমুদা খান বড় ছেলে। বাবা অবঃ প্রধান শিক্ষক, মা স্টার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকা।
তিনি ছাত্র জীবন থেকেই আওয়ামীলগের রাজনীতির সাথে জড়িত।
২০০৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান।
২০০৪ সালে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ সদস্য পদ পান। ২০০৬ সালে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য পদ পান। ২০০৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইনস্টিটিউটের ছাত্রলীগ আহবায়ক হন এবং ২০১১ সালে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি হন।
২০০১-২০০৬ বিরোধী দলে থাকাকালীন বিভিন্ন মামলা, নির্যাতন, জেল, জুলুম হয়রানীর শিকার, ১/১১’র সময় দেশরত্ন শেখ হাসিনা মুক্তি আন্দোলনসহ সকল আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছেন।