প্রতিদিন প্রতিবেদক দেলদুয়ার : ফ্রান্সে মাহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে টাঙ্গাইলের দেলদুয়ারে দুই সহস্রাধিক ধর্মপ্রাণ মুসুল্লীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলা ইসলামী আন্দোলন ও কওমী ওলামায়ে পরিষদের আয়োজনে সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন উপজেলা শাখার সভাপতি আব্দুল জব্বার, কওমী ওলামায়ে পরিষদের উপজেলা সভাপতি মেরাজুল ইসলাম,
উপজেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা আসাদুল্লাহ্ খান, সাধারণ সম্পাদক আব্দুল আলীম, মাওলানা আমানুল্লাহ্ খান।