প্রতিদিন প্রতিবেদক দেলদুয়ার: দেলদুয়ারে স্বামী-স্ত্রীসহ তিন জন করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। উপজেলার আটিয়া ইউনিয়নের চালা আটিয়া গ্রামের মোগরব আলীর ছেলে রবিউল ও তার স্ত্রী শাহিনা বেগম এবং পাথরাইল ইউনিয়নের চিনাখোলা গ্রামের মোগরব আলীর ছেলে শামীম নমুনা টেস্টে করোনা পজেটিভ ধরা পড়ে।
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মো. মিনহাজ উদ্দিন মিঞা জানান, এ পর্যন্ত দেলদুয়ার উপজেলা থেকে ১০৭ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছিল। তার মধ্যে ৩ জনের দেহে করোনা ভাইরাস (কোভিড-১৯) রয়েছে।