সংবাদ শিরোনাম:
সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান কর্মসূচী পালন করেছে সামাজিক সংঘঠন মধুপুরে বট গাছের সাথে ট্রাকের ধাক্কা ট্রাক চালক নিহত হৃদয়ে মধুপুর ব্লাড সোসাইটির উদ্যোগে বিশ্ব রক্তদাতা দিবস পালিত নাগরপুরে কৃষকদলের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হাসিনার চাঁদাবাজরা পালিয়ে গেলেও নব্য চাঁদাবাজ বেড়ে গেছে- শাকিল উজ্জামান ভূঞাপুরে এসআই সুমনের পক্ষপাতিত্ব বাদীকে থানা থেকে বের করে দেওয়ার অভিযোগ ! ভূঞাপুরে উদ্ধারকৃত ১১টি মর্টার শেল যমুনা নদীতে বিস্ফোরণ সখীপুরে অটোগাড়ির চাপায় শিশুর মৃত্যু  দেলদুয়ারে ব্যারিস্টার আশরাফুলের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন গোপালপুরে নদীতে গোসল করতে গিয়ে ব্রাক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

ধনবাড়ীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে কুপিয়ে হত্যা!

  • আপডেট : শনিবার, ৩ মে, ২০২৫
  • ২১১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক ধনবাড়ী : টাঙ্গাইলের ধনবাড়ীতে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমানকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার মাগরিবের নামাযের পরে উপজেলার ভাইঘাট বাসস্ট্যান্ড বাজার মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান ধোপাখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সান্ডালপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।

নিহতের পরিবার জানায়,দীর্ঘদিন ধরে স্থানীয় মসজিদ গোরস্থান, মাদরাসা এবং ঈদগাহ মাঠ পরিচালনা করেছেন আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান। স্থানীয় বায়তুল আমান নুরানি ও হাফিজিয়া মাদরাসার দেড় শতাংশ জমি নিয়ে তার সঙ্গে বিরোধ ছিল বিএনপি কর্মী আলামিনের। শুক্রবার সন্ধ্যার দিকে মিজানুর রহমান একটি দোকানে চা পান করতে যান। এসময় আলামিন তাকে ডেকে নিয়ে অন্য স্থানে যান। পরে আলামিন, সাদিকুল, জহুর আলী ও তাদের সহযোগীরা মিজানুর রহমানকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানে তার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসকরা তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

এ ঘটনায় অভিযুক্ত আল আমিনের বাড়ীতে জানতে গেলে কাউকে পাওয়া যায়নি। ঘটার পর থেকেই অভিযুক্ত আল-আমিন ও তার পরিবারের লোকজন বাড়ী ছেড়ে পালিয়েছেন।

নিহতের চাচা ছালাম, স্ত্রী শেফালী বেগম ও ছেলে শিহাব হাসান কান্নাজড়িত কণ্ঠে এই প্রতিবেদক কে জানান, হত্যাকারী বিএনপি কর্মী আল-আমিন, সাদিকুল, জহুর আলী সহ জড়িত সকলের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবী করেন।

এ বিষয়ে ধোপাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল সামাদ আজাদ জানান, মিজানুর রহমানকে রুমের ভিতরে নিয়ে শার্টার নামিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে মসজিদের সামনে ফেলে যায়।

ধোপাখালী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান উপজেলা বিএনপি’র নেতা কামাল হোসেন তালুকদার মিন্টু জানান, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে এমন ঘটনা ঘটেছে বলে আমি জানতে পেরেছি। এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শহিদুল্লাহ বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকান্ড ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। পরিবারের লোকজন মামলার প্রস্তুতি নিচ্ছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme