ধনবাড়ীতে কৃষকদের মাঝে চেক বিতরণ

ধনবাড়ীতে কৃষকদের মাঝে চেক বিতরণ

হাফিজুর রহমান: প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ঘোষণা গ্রাম হবে শহর, এই ঘোষণাকে বাস্তবায়নের অংশ হিসেবে সারা দেশে প্রতিষ্ঠিত ১০ টি বঙ্গবন্ধু মডেল গ্রামে নিরলস কাজ করে যাচ্ছে সমবায় অধিদপ্তর বলে জানিয়েছেন সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহা পরিচালক ড. তরুণ কান্তি শিকদার।

বঙ্গবন্ধুর বহুমূখী সমবায় ভাবনার আলোকে বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রতিষ্ঠা পাইলট শীর্ষক প্রকল্পের আওতায় বঙ্গবন্ধু মডেল গ্রাম সমবায় সমিতি লিঃ মুশুদ্দি এর সদস্যদের মাঝে আবর্তক তহবিল হতে ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন। রবিবার (১২ মার্চ) টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দি মডেল গ্রামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার ভূমি ফারাহ ফাতেহা তাকমিলা’র সভাপতিত্বে আলোচনা সভায় অরোও বক্তব্য রাখেন, প্রকল্প পরিচালক মোহাম্মদ হেলাল উদ্দিন, ডাকা বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক শেখ কামাল হোসেন, সমবায় অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহা পরিচালক মুশুদ্দি মডেল গ্রামের সভাপতি আসাদুজ্জামান, ধনবাড়ী উপজেলা সমবায় কর্মকর্তা মো: জাকির হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক আনছার আলী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জাকির হোসেনসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে ৪০ জন সমবায়ীর মাঝে ঋণের চেক তুলে দেয়া হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে সমবায় অধিদপ্তর নিরলস কাজ করে যাচ্ছে। পরে অতিথি’রা মুশুদ্দি মডেল গ্রাম পরিদর্শন করেন।

এসময় উপজেলা প্রকৌশলী শহিদুল্লাহ, উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফরিদ আহমেদ ও সাবেক ইউপি সদস্য সোহরাব আলীসহ মুশুদ্দি মডেল গ্রামের কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

Author Profile

Masud Rana
Masud Rana
আমাদের নিউজ এডিটর হলেন একজন দক্ষ সাংবাদিক যার ব্রেকিং নিউজ এবং গভীরভাবে রিপোর্টিং করার আগ্রহ রয়েছে। তিনি দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক গল্পগুলি সনাক্ত করার দক্ষতা তৈরি করেছেন। তিনি আমাদের প্রতিবেদকদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে এমন বাধ্যতামূলক সংবাদ কভারেজ তৈরি করতে যা আমাদের পাঠকদেরকে অবগত ও নিযুক্ত রাখে। সম্পাদকীয় সিদ্ধান্ত গ্রহণ, তথ্য-পরীক্ষা এবং সংবাদ বিচারে তার দক্ষতা নিশ্চিত করে যে আমরা প্রকাশিত প্রতিটি গল্পই সঠিক, ন্যায্য এবং প্রাসঙ্গিক। শ্রেষ্ঠত্বের প্রতি তার প্রতিশ্রুতি তাকে সংবাদ শিল্পে একজন সম্মানিত এবং বিশ্বস্ত কণ্ঠস্বর হিসেবে খ্যাতি এনে দিয়েছে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840