সংবাদ শিরোনাম:
ভূঞাপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে টাকা ছিনতাইয়ের নাটক সাজায় মালেক কালিহাতীতে বাঁশ ও বেতের বিভিন্ন পণ্য তৈরীর প্রশিক্ষণ কাতুলীতে বালু খেকোদের বিরুদ্ধে স্থানীয়দের মানববন্ধন সা’দত কলেজের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা টাঙ্গাইলে ‘বায়ান্ন থেকে একাত্তর’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী প্রধানমন্ত্রী কর্তৃক গৃহহীন ও ভুমিহীনদের জন্য ঘর উদ্বোধন বিষয়ে টাঙ্গাইলে সংবাদ সম্মেলন অবৈধ সংগঠন কর্তৃক মানববন্ধনে বিড়ির কর ও মূল্য বৃদ্ধির প্রতিবাদে টাঙ্গাইলে বিড়ি শ্রমিক ইউনিয়নের মানববন্ধন সখীপুরে স্বামীর পরকীয়ায় স্ত্রীর বিষপানে আত্মহত্যা বল্লা মাদরাসায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল অনুষ্ঠিত সখীপুরে জমে উঠেছে নারী উদ্যোক্তা মেলা
ধনবাড়ী-মধুপুরে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত

ধনবাড়ী-মধুপুরে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত

হাফিজুর রহমান: যথাযোগ্য মর্যাদায় টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ীতে মঙ্গলবার সাত মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ দিবস পালিত হয়েছে।

মধুপুর উপজেলা প্রশাসন, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সর্বস্তরের জনতা সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ সহ দোয়া মুনাজাত করা হয়।

এসময় মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন, সহকারী কমিশনার ভূমি জাকির হোসাইন, মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান, পৌর মেয়র সিদ্দিক হোসেন খান ও থানার ওসি মোহাম্মদ মাজাহারুল আমিন বিপিএমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, ধনবাড়ী উপজেলা প্রশাসন, ধনবাড়ী প্রেসক্লাব, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সর্বস্তরের জনতা সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ সহ দোয়া মুনাজাত করা হয়।

এসময় ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, উপজেলা নির্বাহী অফিসার আসলাম হোসাইন, পৌর মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকল, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামছুল হুদা, উপজেলা প্রকৌশলী শহিদুল্লাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবীবুর রহমান সুমন, ধনবাড়ী থানার ওসি এইচ এম জসিম উদ্দিন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আনছার আলী, সাংবাদিক হাফিজুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী এস এম ফারুক ইমাম সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

দিবসটির তাৎপর্য তুলে ধরে টাঙ্গাইলের মধুপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে ও ধনবাড়ী উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা, চিত্রা অংকন বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।

Author Profile

Masud Rana
Masud Rana
আমাদের নিউজ এডিটর হলেন একজন দক্ষ সাংবাদিক যার ব্রেকিং নিউজ এবং গভীরভাবে রিপোর্টিং করার আগ্রহ রয়েছে। তিনি দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক গল্পগুলি সনাক্ত করার দক্ষতা তৈরি করেছেন। তিনি আমাদের প্রতিবেদকদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে এমন বাধ্যতামূলক সংবাদ কভারেজ তৈরি করতে যা আমাদের পাঠকদেরকে অবগত ও নিযুক্ত রাখে। সম্পাদকীয় সিদ্ধান্ত গ্রহণ, তথ্য-পরীক্ষা এবং সংবাদ বিচারে তার দক্ষতা নিশ্চিত করে যে আমরা প্রকাশিত প্রতিটি গল্পই সঠিক, ন্যায্য এবং প্রাসঙ্গিক। শ্রেষ্ঠত্বের প্রতি তার প্রতিশ্রুতি তাকে সংবাদ শিল্পে একজন সম্মানিত এবং বিশ্বস্ত কণ্ঠস্বর হিসেবে খ্যাতি এনে দিয়েছে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840