হাফিজুর রহমান মধুপুর : ‘শেখ হাসিনার সহায়তায় তথ্য আপা পথ দেখায়’ প্রতিপাদ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ ও প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন (২য় পর্যায়) প্রকল্পের আওতায় ‘তথ্য আপা’র সেবা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ধনবাড়ী পৌর শহরের বিলাসপুর গ্রামে তথ্য সেবা কেন্দ্রের আয়োজনে ওই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার অরিফা সিদ্দিকার সভাপতিত্বে ও তথ্য সেবা কর্মকর্তা শামীমা আক্তার শাম্মীর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
উঠান বৈঠকে বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খন্দকার জেবউন্নাহার লিনা বকল, ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহনাজ সুলতানা,
তথ্য সহকারী রেশমা আক্তার ও রিনা খাতুন, সেবা গ্রহিতা আলো রানী সরকার,তাপসী, দীপ্তি সরকার, শুভ্রা, প্রতি রানী সকার।
বৈঠকে বাল্য বিয়ে, মহিলাদের স্বাস্থ সেবা, সন্ত্রাস, মাদক, তথ্য প্রযুক্তি সেবা, জঙ্গিবাদসহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়।
পরে তথ্য কেন্দ্রের মাধ্যমে অতিথিরা ৫০জন গ্রামীণ তৃণমূল মহিলাদের প্রত্যককে ১০০টাকা করে তুলে দেন।
উঠান বৈঠকে তৃণমূলের নারীরা ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।