হাফিজুর রহমান মধুপুর : ধনবাড়ীতে প্রাথমিকের সহকারী শিক্ষক ও শিক্ষিকারা বৃহস্পতিবার ( ১৪ মার্চ) বিকেলে উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন।
আয়োজিত মানববন্ধনে প্রাথমিকের সহকারী শিক্ষক মো: নজরুল ইসলাম, তোফায়েল আহমেদ, এস এম ফজলুল হক, শাহনাজ পারভীন,সানজিদা আক্তার,শারমিন আক্তার,
শিরিন সহ সকল শিক্ষক শিক্ষিকারা বক্তব্যে প্রধান শিক্ষকদের সাথে সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য দূর করে ১১ তম গ্রেড বাস্তবায়নের জন্য মাননীয় প্রধান মন্ত্রীর নিকট দাবী জানান।
মানববন্ধন শেষে সহকারী শিক্ষকরা ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা’র মাধ্যমে প্রধান মন্ত্রীর নিকট স্মারকলিপি দেন।