প্রতিদিন প্রতিবেদক, ধনবাড়ী: টাঙ্গাইলের ধনবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে সাজেদা বেগম (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে পৌর শহরের বর্ণিচন্দবাড়ী উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সাজেদা বেগম ওই এলাকার আলেব আলীর স্ত্রী ও তিন সন্তানের জননী।
মৃত্যুর খরব পেয়ে সন্ধ্যায় ঘটনাস্থলে পরিদর্শনে যান সহকারী পুলিশ সুপার মধুপুর সার্কেলের (এএসপি) মোছা: শাহিনা আক্তার, পৌর মেরর মুহাম্মদ মনিরুজ্জামান বকল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চান মিয়া, তদন্ত ওসি ইদ্রিস হোসাইন ও জনপ্রতিনিধিরা।
নিহতের মেয়ে আছমা বেগম বলেন, সোমবার সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল। মা রোজা রেখে সকাল থেকেই বাড়ির পাশের জমিতে কাজ করছিল। দুপুরে গাছ থেকে লেবু উঠিয়ে ঘরে প্রবেশ করার সময় টিনের বেড়াতে হাত দেয়। এতেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঘটনাটি ভাই আজিজুল দেখে ঘরের মেইন সুইচ বন্ধ করে তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান। মা বলেছিল লেবুর শরবত দিয়ে ইফতার করবে। তাঁর ভাগ্য আর হলো না।
পৌর মেয়র বলেন, ‘বৃদ্ধাটির পরিবার খুবই হতদরিদ্র ও শান্ত প্রকৃতির। তাঁর মৃত্যুর খবরে এলাকায় শতশত লোকজন ওই বাড়িতে ভিড় জমায়। রাত ১০ টায় তার লাশ দাফন করা হয়েছে।’
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁন মিয়া বলেন, ‘পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়না তদন্তে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে। বিদ্যুৎ লাইনের ক্রুটিগুলো চেক করে পরবর্তীতে সংযোগ দেয়া হয়েছে।’