প্রতিদিন প্রতিবেদক, ধনবাড়ী : সামান্য বৃষ্টি হলেই টাঙ্গাইলের ধনবাড়ী পৌর শহরের বাসস্ট্যান্ডের ঈদ গাঁ রোড তলিয়ে হাটু পানি জমে যায়। রোডটি ধনবাড়ীর গুরুত্বপূর্ণ সড়ক। এই রোডেই অবস্থিত ধনবাড়ী নওয়াব শাহি জামে মসজিদ, ধনবাড়ী নওয়াব বাড়ী, আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রী কলেজ, সরকারী ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন ও সাকিনা মেমোরিয়াল গালর্স হাই স্কুলসহ আরও বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। রোডটি ধনবাড়ীর আবাসিক এলাকায়। কিন্তু দীর্ঘদিন যাবত রোডটি অবহেলিত। সামান্য বৃষ্টি হলেই হাঁটু পানি জমে। পানি জমার কারণে কয়েক ঘন্টা রোডে যাতায়াত বন্ধ হয়ে যায়। ড্রেনেজ ব্যবস্থা ভেঙ্গে পড়ায় পানি নিঃষ্কাশনও হতে সময় লাগে দীর্ঘক্ষণ। এতে বৃষ্টি হওয়ার সাথে সাথেই ছড়ায় দূর্গন্ধ। এ রোডের বেহালদশা নিয়ে বিগত কয়েক বছর যাবত বিভিন্ন জাতীয় দৈনিক, স্থানীয় দৈনিকসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও পৌর পর্তৃপক্ষের কোন নজর নেই। রোডের ট্রেন্ডার হয়েছে-হয়েছে বলেই কালক্ষেপণ করছেন পৌর পর্তৃপক্ষ এমন অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
এছাড়াও বাসিন্দারা স্থানীয় সংসদ সদস্য কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপির দৃষ্টি আকর্ষণ করেন। আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার্থী ইয়াসমিন পারভিন, সুমাইয়া আক্তার ও সরকারী ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশনের শিক্ষার্থী আ. করিম মিয়া ও রুবেল আহমেদ জানান, সামান্য সৃষ্টিতে হাঁটু পানি জমে যায়। আমরা এখান দিয়ে যেতে পানি না। আমারা পৌরকর্তৃপক্ষের সু-দৃষ্টি আকর্ষণ করছি। রোডটি দ্রুত সংস্কার করারের জন্য। স্থানীয় ব্যবসায়ী শাহদত হোসেন ও বারেক মিয়া জানান, আবাসিক এলাকার বিভিন্ন রোড সংস্কার হলেও এই ঈদ গাঁ রোডটি দীর্ঘ ৭/৮ বছরেও সংস্কারের ব্যবস্থা করেনি পৌর কর্তৃপক্ষ। বৃষ্টি হলেই সকল যোগাযোগ বন্ধ হয়ে যায়। আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের বিক্রিও বন্ধ হয়ে যায়। পানি জমার কারণে দূর্গন্ধ ছড়াচ্ছে এবং শিশুসহ অনেকেই নানা রোগেও আক্রান্ত হচ্ছেন।
এ ব্যাপারে ধনবাড়ী পৌর মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকল জানান, কিছুদি আগে আমি নতুন দায়িত্ব গ্রহণ করেছি। এই রোডটি দির্ঘদিন যাবতই অবহেলিত। দ্রুতই সংস্কারের ব্যবস্থা নেয়া হচ্ছে। বিষয়টি নিয়েও আমরা আলোচনা করেছি।