হাফিজুর রহমান মধুপুর : ধনবাড়ীতে স্কুল ছাত্রী উত্যাক্তকারী সজীব (২৪) নামের এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। বখাটে সজীব মধুপুর উপজেলার পালবাড়ী গ্রামের ওয়াজ আলীর ছেলে।
ধনবাড়ীর ভাইঘাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী স্কুলে আসার পথে সজীব উত্যাক্ত করার সময় স্থানীয় জনতা তাকে আটক করে। পরে ভাইঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজ্জামেল হকের জিম্বায় রেখে যায়।
ভাইঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজ্জামেল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এই বখাটে ছেলে টা প্রতিনিয়তই স্কুলে যাওয়া আসার পথে আমার বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী টিকে উত্যাক্ত করত।
উত্যাক্ত করার সময় স্থানীয় জনতা হাতে নাতে ধরে ফেলে স্কুলে নিয়ে আসে । পরে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে মোবাইলে জানালে তিনি পুলিশ পাঠিয়ে দেন । পুলিশ এসে বখাটে সজীব কে নিয়ে যায়।