প্রতিদিন প্রতিবেদক, ধনবাড়ী: টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভার ২০২২-২৩ অর্থবছরের ৩৩ কোটি ৪৭ লাখ ২১ হাজার ৩৬১ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার ৩০ জুন দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে স্বাস্থ্যবিধি মেনে মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকল এ বাজেট ঘোষণা করেন। পৌর মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকলের সভাপতিত্বে বাজেট অধিবেশনে বক্তব্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা দেবাশীষ দাস, প্যানেল মেয়র মীর আব্দুর রাজ্জাক, সহকারী প্রকৌশলী সুহেল মিয়া, কাউন্সিলর খসরু ও নূর মোহাম্মদ সহ অন্যান্যরা।
বাজেট ঘোষণায় পৌর মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকল তার বক্তব্যে বলেন, ‘নতুন বাজেট ধনবাড়ী পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রূপান্তর করব।’ এসময় সকল কাউন্সিলর পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ ইলেকটনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা ছিলেন।