হাফিজুর রহমান মধুপুর : যথাযথ মর্যাদায় মধুপুর- ধনবাড়ীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সূর্যোদয়ের সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। মধুপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদদের স্মৃতি স্মরণে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আহমেদ পলি ও মধুপুর উপজেলা চেয়ারম্যান সরোওয়ার আলম খান আবু সহ আওয়ামীলীগের নেতাকর্মীরা।
অপরদিকে মধুপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম (সরকার সহিদ) সহ সকল নেতাকর্মীরা পুস্পস্তবক অর্পন করেন।
ধনবাড়ী মেলার মাঠে শহীদদের স্মৃতি স্মরণে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা, উপজেলা চেয়ারম্যান মীর ফারুক আহমাদ, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আনোয়ার হোসেন কালু, ধনবাড়ী থানা পুলিশ, আনসার-ভিডিপিসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।
পরে শহীদ স্মৃতি স্তম্বে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক-সামাজিক, সাংস্কৃতিক সংগঠন পুস্পস্তবক অর্পন করেন।
অপরদিকে ধনবাড়ীতে মধুপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম (সরকার সহিদ), ধনবাড়ী পৗর বিএনপির আহবায়ক এসএমএ ছোবাহান, যুগ্ম আহবায়ক হাফেজ খারুল ইসলাম সহ যুবদল, ছাত্রদল সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পুস্পস্তবক অর্পন করেন।
পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এরপর ধনবাড়ী মেলার মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এক মনোজ্ঞ কুচকাওয়াচ ও শরীর চর্চা প্রর্দশন করা হয়।