সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল পরিবেশক মালিক সমিতির নির্বাচনে টানা তৃতীয় বারের সভাপতি শামীম সম্পাদক রফিক নির্বাচিত   কালিহাতীতে ৮ জুয়াড়ি আটক গোপালগঞ্জে হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে টাঙ্গাইলে জামায়াতের বিক্ষোভ মিছিল টাঙ্গাইলে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত টাঙ্গাইলে জুলাই শহিদদের স্বরনে আলোচান সভা জামায়াতের সমাবেশ সফল করার আহবান জানিয়ে টাংগাইলে মিছিল ও লিফলেট বিতরণ টাঙ্গাইলে র‌্যাবের অভিযানে ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আশুতোষ গ্রেফতার টাঙ্গাইলে শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেলেন তানবীর আহম্মেদ মগড়া ইউনিয়নে যুব সমাজের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত টাঙ্গাইলে যুগান্তর পত্রিকা ও যুমনা গ্রুপের প্রতিষ্ঠাতানরুল ইসলাম বাবুলের ৫ম মৃত্যু বার্ষিকী পালন

ধনবাড়ী শিক্ষকের বিরুদ্ধে সমকামীতা’র অভিযোগ

  • আপডেট : সোমবার, ৮ জুলাই, ২০১৯
  • ১১৯৫ বার দেখা হয়েছে।

হাফিজুর রহমান মধুপুর : ধনবাড়ী উপজেলার কেন্দুয়া উচ্চ বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক মো: ওবাইদুল ইসলামের বিরুদ্ধে ছাত্রদের পরীক্ষায় ফেল করানোর হুমকী দিয়ে সমকামীতা ও ছাত্রীদের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দেওয়া সহ একাধিক নানা অভিযোগ এনে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও অভিভাবকরা ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উপ-পরিচালক, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, কেন্দুয়া উচ্চ বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক ওবাইদুল ইসলাম নিয়মনীতির কোন তোয়াক্কা না করে শিক্ষার্থীদের কে দিয়ে জোর পূর্বক তার সাথে সকাীতায় বাধ্য হচ্ছে। ছাত্রদের বাড়ীতে রাত্রি যাপন করে।

এ ছাড়া বিদ্যালয় চলাকালীন সময়ে শিক্ষার্থীদের ছাত্র ছাত্রীদের কে তার কাছে ডেকে নিয়ে ইচ্ছার বিরোদ্ধে সকল শিক্ষার্থীদের সামনে জরিয়ে ধরা, বিয়ে পড়ানোর রীতি সম্পন্ন করার অভিযোগ উঠেছে। এতে করে শিক্ষার্থীরা পড়েছে বেকায়দায়।

এঘটনা এলাকায় জানাজানি হলে এলকাবাসী এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ করলে বিদ্যালয় কর্তৃপক্ষ কান ব্যবস্থা না নিলে এলাকাবাসী আরো ফুসে উঠে।

সম্প্রতি এলাকার লোকজন বিদ্যালয় ঘেরাওসহ বিক্ষোভ মিছিল করে। এলাকাসীর সাথে সকল পরীক্ষার্থী শিক্ষাথীরা পরীক্ষা বর্জন করে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করতে থাকে।

ঐসময় বিদ্যালয়ের পধান শিক্ষক বি.এ হাফিজুর রহমান ও বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি বীরতারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আহমদ আল ফরিদ আইনঅনুযায়ী দ্রুত শাস্তির আশ^াস দিয়ে পরিস্থিতি শান্ত করেন।

অভিযুক্ত ঐ শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ করায় অভিযুক্ত শিক্ষক ওবাইদুল ইসলাম এলাকার ছাত্রলীগের সদস্য জাফর সহ ৭ জনের বিরুদ্ধে টাঙ্গাইল কোর্টে একটি ৭ ধারা মামলা করে মিথ্যা হয়রানির শিকার করছে বলে ছাত্রলীগ সদস্য জাফর সহ ভোক্তভূগীরা জানায়।

কেন্দুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান তিনি ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানান, ওবাইদুল মাষ্টার এর বিরোদ্ধে যে সকল অভিযোগ শিক্ষার্থীরা করেছেন সকল অভিযোগ তদন্ত করে দেখেছি সকল কিছুই সঠিক আমি এই খারাপ শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি ও বহিস্কার চাই।

এবং কী প্রশাসনিক ভাবে ব্যবস্থ্যা নেওয়ার জন্য উপ-পরিচালক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ময়মনসিংহ অঞ্চলিক শিক্ষা অফিস, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযুক্ত শিক্ষক ওবাইদুল ইসলাম সকল ঘটনা অস্বীকার করেন। আর কোন কথা বলেননি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মতিউর রহমান খান সাংবাদিকদের বলেন, অভিযোগ পাওয়ার পর আমি সজমিনে তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছি। বর্তমানেও তার অভিযোগ টি তদন্তাধীন অবস্থায় রয়েছে। তাহার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থ্যা গ্রহন করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme