প্রতিদিন প্রতিবেদক নাগরপুর: নাগরপুরে করোনাভাইরাসের কারণে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সরকারের যথাযথ নির্দেশনা মেনে কাজ করে যাচ্ছে। বেতন ভাতা পাবেন না জেনেও কিছু ভিডিপি সদস্য দেশের এ দূর্যোগে প্রশাসনকে সহযোগিতা করে আসছেন।
নাগরপুরের ভিডিপি সদস্যদের করোনার সময়ে মানবেতর জীবনযাত্রা নিয়ে বিভিন্ন স্থানীয়, জাতীয় ও অনলাইন পত্রিকায় খবরও প্রকাশিত হয়। অবশেষে সরকার দুস্থ এ সকল ভিডিপি সদস্যদের পাশে দাড়িয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সারাদেশের ন্যায় নাগরপুরেও ৩০০ অসহায় ও দুস্থ ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এ খাদ্য সামগ্রী বিতরণের আয়োজন করে। উপজেলার শাহীন স্কুল প্রাঙ্গনে এ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা সহকারি কশিশনার (ভূমি) তারিন মসরুর।
তিনি এ সময় ভিডিপি সদস্যদের উদ্দেশ্যে বলেন, আপনারা সকলে প্রত্যন্ত গ্রামে বসবাস করেন। আপনারা গ্রামের সাধারণ মানুষকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করবেন। আপনারা তাদের সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকার আহবান জানাবেন।সরকার তাদের পাশে আছে। সকলের সমন্বিত পদক্ষেপে করোনার প্রাদুর্ভাব থেকে রক্ষা পাওয়া সহজ হবে। অন্যথায় করোনা নামক এ অদৃশ্য ভাইরাসের প্রভাবে আমরা মারাত্বক হুমকীতে পড়বো। এ খাদ্য সামগ্রী বিতরণে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রুবি আক্তার, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক জাইদুর রহমান জাহিদ প্রমূখ।