সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল পরিবেশক মালিক সমিতির নির্বাচনে টানা তৃতীয় বারের সভাপতি শামীম সম্পাদক রফিক নির্বাচিত   কালিহাতীতে ৮ জুয়াড়ি আটক গোপালগঞ্জে হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে টাঙ্গাইলে জামায়াতের বিক্ষোভ মিছিল টাঙ্গাইলে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত টাঙ্গাইলে জুলাই শহিদদের স্বরনে আলোচান সভা জামায়াতের সমাবেশ সফল করার আহবান জানিয়ে টাংগাইলে মিছিল ও লিফলেট বিতরণ টাঙ্গাইলে র‌্যাবের অভিযানে ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আশুতোষ গ্রেফতার টাঙ্গাইলে শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেলেন তানবীর আহম্মেদ মগড়া ইউনিয়নে যুব সমাজের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত টাঙ্গাইলে যুগান্তর পত্রিকা ও যুমনা গ্রুপের প্রতিষ্ঠাতানরুল ইসলাম বাবুলের ৫ম মৃত্যু বার্ষিকী পালন

নাগরপুরে ইট ভাটার আগুনে তিন একর বোরো ধান।।সাংবাদিককে হুমকি

  • আপডেট : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৯
  • ৯৩৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর : নাগরপুরে সিয়াম ব্রিকসের নামের অবৈধ ইট ভাটার আগুনে প্রায় তিন একর জমির বোরো ধান পুড়ে গেছে । প্রতিবাদ করায় জীবনাশের হুমকী দেন
সিয়াম ব্রিকসের তত্ববধায়ক কাদের মোল্লা। ঘটনার ৫ দিন পেরিয়ে গেলেও ক্ষতিগ্রস্থ কৃষকদের কোন প্রকার ক্ষতিপূরন দেয়া হয়নি।

খবর পেয়ে মঙ্গলবার সকালে স্থানীয় সাংবাদিকরা এ সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে গেলে ওই ইট খোলার তত্বাবধায়ক তেরে আসে এবং সাংবাদিকদের হুমকি ধামকি দেয়।

এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেভ কামনা করেছেন ক্ষতিগ্রস্থ কৃষকরা।

এলাকাবাসী ও ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা যায়, উপজেলার সহবতপুর ইউনিয়নের নলসন্ধা গ্রামের মো. কাদের মোল্লা সিয়াম ব্রিকস নামে ইট খোলা স্থাপন করে প্রায় ১ বছর যাবৎ ব্যাবসা পরিচালনা করে আসছে।

কার্যক্রম শুরু হওয়ার আগে থেকে এলাকাবাসী বিভিন্ন দপ্তরে কাদের মোল্লার নামে লিখিত অভিযোগ করা হয়। তবে কাদের মোল্লা স্থানীয় প্রভাবশালী হওয়ায় ভূক্তভোগিরা কোন প্রতিকার পায়নি বলে অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার সকালে ইট খোলার চুল্লি খুলে দিলে আগুন বের হয়ে আশ পাশের প্রায় ৩ একর জমির বোরো ধান পুড়ে যায়। এদিকে কৃষকের বহু কষ্টে আবাদ করা বোরা ধান পুড়ে যাওয়ায় তারা (কৃষক) দিশেহারা হয়ে পরেছে।

এ খবর পেয়ে স্থানীয় সংবাদকর্মীরা সরেজমিন সিয়াম ব্রিকসে তথ্য সংগ্রহ করতে গেলে ওই ব্রিকসের তত্ববধায়ক কাদের মোল্লাসহ তার লোকজন সাংবাদিকদের গালাগালি করে এবং সংবাদ প্রকাশ না করার জন্য হুমকি দেয়।

সিয়াম ব্রিকসের তত্ববধায়ক কাদের মোল্লা সাংবাদিকদের সাথে অপ্রীতিকর ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ক্ষতিগ্রস্থ কৃষকদের যথাযথ ক্ষতিপূরন দেয়া হয়েছে। বৈধ ভাবে ইট ভাটা স্থাপন করা হয়েছে বলে তিনি দাবী করেন।

এ দিকে ক্ষতিপুরন দেয়ার দাবী অস্বীকার করে ক্ষতিগ্রস্থ জমির মালিক জুরান আলী মোল্লা, নবাব আলী মোল্লা ও সাকিম জানান, তারা এখন পর্যন্ত কোন ক্ষতিপুরন পায়নি।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলাম জানান, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি । অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ইউএনও সৈয়দ ফয়েজুল ইসলাম।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme