প্রতিদিন প্রতিবেদক নাগরপুর : নাগরপুর ও দেলদুয়ার উপজেলায় চলমান উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি ও উন্নয়ন প্রকল্প গ্রহনের বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে নাগরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
নাগরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সামাদ দূলাল, ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবির, দেলদুয়ার উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) নাদিরা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) ইয়াসমিন মনিরা,
উপজেলা প্রাণী কর্মকর্তা ডা.আনোয়ার হোসেন, নাগরপুর থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা, জেলা পরিষদের সদস্য ও নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ কামাল হোসেন,
দেলদুয়ার উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুল হক ফজলু, সাধারন সম্পাদক লায়ন শিবলী সাদিক, নাগরপুর প্রেস ক্লাবের সভাপতি আক্তারুজ্জামান বকুলসহ দুই উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধ সাংবাদিক ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।