প্রতিদিন প্রতিবেদক নাগরপুর: নাগরপুরে একশ পিস ইয়াবাসহ ফেরদৌসী আক্তার (৩৫) কে গ্রেফতার করছে থানা পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে রঙ্গীনাবাড়ী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি ঐ গ্রামের মহির উদ্দিনের স্ত্রী । তার গ্রেফতার বিষয় নিশ্চত করেছেন নাগরপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) আলম চাঁদ।
পুলিশ সূত্রে জানা যায়, রঙ্গীনাবাড়ী গ্রামের মহির উদ্দিনের স্ত্রী ফেরদৌসী আক্তার সে দীর্ঘ দিন ধরে নাগরপুর চৌহালী সাটুরিয়াসহ বিভিন্ন এলাকায় গোপনের ইয়াবা বিক্রি করে আসছে। এস আই সজল খান তার সঙ্গীয় র্ফোস নিয়ে মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ ফেরদৌসী আক্তার (৩৫) কে নিজ বসত বাড়ী থেকে গ্রেফতার করে।
এব্যাপারে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলম চাঁদ বলেন, গ্রেফতারকৃত ওই নারী বিভিন্ন এলাকায় গোপনের ইয়াবা বিক্রি করে আসছে। তার বিরোদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।