সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে এবার নির্মাণ হবে দৃষ্টিনন্দন ২৬১ গম্বুজ মসজিদ মির্জাপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থীতা ঘোষণা করলেন ডা. শাওন মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হাসপাতাল মালিকের কারাদন্ড ও জরিমানা কালিহাতীতে স্কুল ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের পর অন্তঃসত্ত্বা, হত্যার হুমকি কালিহাতীতে বাসচাপায় দুই এনজিও কর্মী নিহত আ’লীগকে উৎখাতের হুমকির প্রতিবাদে মাঠে নামলেন লতিফ সিদ্দিকী টাঙ্গাইলে যমুনা নদীতে দুই দিনব্যাপী নৌকা বাইচ শুরু, অর্ধলাখ মানুষের ঢল সখীপুরে বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ক্লাশ নিলেন ইউএনও ফারজানা আলম মধুপুরে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত  ধনবাড়ীতে ভারত বনাম টাঙ্গাইল ফুটবল একাদশের টুর্ণামেন্ট অনুষ্ঠিত
নেতাকর্মীর অভাবে মির্জাপুরে নৌকার নির্বাচনী সভা স্থগিত

নেতাকর্মীর অভাবে মির্জাপুরে নৌকার নির্বাচনী সভা স্থগিত

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর : মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মীর এনায়েত হোসেন মন্টুর পুর্বনির্ধারিত নির্বাচনী সভায় নেতাকর্মী ও সমর্থক না থাকায় স্থগিত ঘোষণা করা হয়েছে।

শনিবার বিকেলে মির্জাপুর পৌরসভার ১নং ওয়ার্ডে পুষ্টকামুরী আলহাজ শফি উদ্দিন মিঞা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা নির্ধারিত ছিল।

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা লাল মিয়া ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেন নেতাকর্মী ও সমর্থক না আসায় সভা স্থগিত ঘোষণার কথা নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক জরুরী সভায় শনিবার বিকেলে দলীয় প্রার্থীর পক্ষে ওই মাঠে নির্বাচনী সভা করার সিদ্ধান্ত হয়। পরে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সম্পাদকসহ নেতাকর্মীদের তাৎক্ষনিক জানিয়ে দেয়া হয়।

এদিকে দল মনোনীত প্রার্থীর পক্ষে শনিবার বিকেলে নির্বাচনী সভার কথা জানিয়ে গত দুই দিন ওই ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের দাওয়াত দেয়া হয়েছে বলে ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন জানান।

সভাস্থলে নেতাকর্মী ও সমর্থকদের বসার জন্য চেয়ার টেবিল আনা হয়। কিন্ত নির্ধারিত সময় বিকেল চারটা গড়িয়ে বিকেল ছয়টা বাজলেও সভাস্থলে ওই ওয়ার্ডের ১০/১২ জন নেতাকর্মী ছাড়া সাধারণ ভোটার ও নেতাকর্মীরা সভাস্থলে আসেনি।

সন্ধ্যা ঘনিয়ে আসায় ও লোকজন না থাকায় সভা স্থগিত ঘোষণা করে ডেকোরেটর থেকে ভাড়ায় আনা চেয়ার টেবিল গুটিয়ে তা ফেরত পাঠানো হয়।

মির্জাপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ফরহাদ উদ্দিন আছু জানান, লোকজন উপস্থিত না হওয়ায় সভাটি স্থগিত করা হয়েছে জানিয়ে বলেন তিনি অন্য নির্বাচনী সভায় থাকায় এক নং ওয়ার্ডের সভায় উপস্থিত হতে পারেননি।

তবে পরবর্তীতে তারিখ দিয়ে ওই ওয়ার্ডে নির্বাচনী সভা করা হবে বলে তিনি জানিয়েছেন।

উল্লেখ্য, আগামী ৩১ মার্চ চতুর্থ ধাপে মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840