সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে লাইসেন্সবিহীন ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, থানায় মামলা নিজের সন্তানকে ৪০ হাজার টাকায় বিক্রি করে মোবাইল কিনলেন মা  প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্র সচিব ও পরীক্ষার্থীসহ আটক ৬পরীক্ষার্থীকে বহিস্কার গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শতাব্দী ক্লাবের সভাপতি অমল ,সম্পাদক ইকবাল  ঢাবির অন্যতম প্রতিষ্ঠাতা ধনবাড়ীর নবাব আলী চৌধুরীর ৯৬ তম মৃত্যুবার্ষিকী পালন সখীপুরে ধান ক্ষেত থেকে গৃহবধূর লাশ উদ্ধার বাসাইলে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ দপ্তরির বিরুদ্ধে ভূঞাপুরে আধিপত্য বিস্তার থেকে ত্রিমুখী সংঘর্ষ, আহত ১৫ টাঙ্গাইলে তুচ্ছ ঘটনার জেরে অটোরিক্সা চালক নিহত

প্রথম বঙ্গবন্ধু কাপ ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় খেলা অনুষ্ঠিত

  • আপডেট : রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯
  • ৯৫৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : প্রথম বঙ্গবন্ধু কাপ ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় খেলা টাঙ্গাইল সদরের আদর্শ ওয়্যারিয়রস ও গোপালপুর উপজেলার ক্রিকেট ক্লাব-এর মধ্যে অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইল টাইগার্স ক্রিকেট একাডেমীর আয়োজিত রোববার (১৩ অক্টোবর) সকালে টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে চসের্ জিতে আদর্শ ওয়্যারিয়রস ৫০ ওভারের খেলায় ৪২ ওভারে সব ক’টি উইকেট হারিয়ে ২২৪ রান করেন।এ দলের পক্ষে কৌশিক রায়হান ৪১ রান ও প্রিতম ৩৫ রান করেন।

জবাবে গোপালপুর উপজেলার ক্রিকেট ক্লাব জয়ের লক্ষে খেলতে নেমে ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২২৩ রান করতে সক্ষম হয়।

এতে সদরের আদর্শ ওয়্যারিয়রস ১ রানে জয়লাভ করেন।

এ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন গোপালপুর উপজেলার ক্রিকেট ক্লাব-এর সুমন সরকার। তিনি ১০১ রানে অপরাজিত এবং ১০ ওভার বল করে ৩২ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন।

খেলা শেষে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ অনু:দ্ধর্ ১৬ দলের এবং প্রথম বিভাগ ক্রিকেট লীগের সাবেক ক্রিকেটার তাপস বসাক।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল টাইগার্স ক্রিকেট একাডেমীর পরিচালক ও ক্রিকেট কোচ মোঃ ইসলাম খান এবং সহকারী কোচ রিপন সরকার।

খেলা পরিচালনা করেন নির্মল ভৌমিক ও ফাহাদ প্রান্ত।

সোমবার (১৪ অক্টোবর) খেলায় অংশ গ্রহণ করবেন সদরের পেস ক্রিকেট একাডেমী ও বাসাইল উপজেলার বুলস দল। খেলায় সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

ক্রিকেট প্রতিভা অন্বেষনের খোঁজে এ টুর্নামেন্ট খেলোয়ারদের উজ্জল ভবিষ্যৎ গঠনে অনুপ্রাণিত করবে।

উল্লেখ্য, এ টুর্নামেন্টে টাঙ্গাইল সদর সহ তিনটি উপজেলার মোট ছয়টি দল অংশ গ্রহণ করছে। এ টুর্নামেন্টের মাধ্যমে প্রতিভাবান খেলোয়াদের বাচাই করা হবে।

প্রতিটি দল থেকে ছয়জন করে প্রতিভাবান খেলোয়ার বাচাই করে মোট ছত্রিশ জন খোলোয়ারকে ঢাকার ভাল মানের কোচ দ্বারা উন্নত প্রশিক্ষণ দেয়া হবে।

টুর্নামেন্টে অংশ গ্রহণকারী দলগুলো হলো- এ গ্রুপে ভূয়াপুর উপজেলার ব্রাদার্স ইউনিয়ন ক্লাব, টাঙ্গাইল সদরের আদর্শ ওয়্যারিয়রস ও গোপালপুর উপজেলার ক্রিকেট ক্লাব। বি গ্রুপের দলগুলো হলো-সদরের বাবলা স্পোটর্স, পেস ক্রিকেট একাডেমী ও বাসাইল উপজেলার বুলস।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme