প্রতিদিন প্রতিবেদক : ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
৭ মার্চ রোববার সকালে টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মির্জা আনোয়ার হোসেন বাবুল ও সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখনের নেতৃত্বে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ফজলুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সরকার, প্রচার সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান সোয়েব, কৃষি বিষয়ক সম্পাদক ডাঃ আরিফুল ইসলাম আরিফ, সহ-প্রচার সম্পাদক মফিজুর রহমান, সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, শহর স্বেচ্ছাসেবক লীগ নেতা নিশিত প্রমুখ।