সংবাদ শিরোনাম:
গোপালপুরে ঝাওয়াল ইউনিয়নে সেনা সদস্যের বসতবাড়ীতে হামলা ও চাঁদা দাবি ভূঞাপুর পৌর শহরের বাসা-বাড়িতে বৃষ্টির পানি, পৌরবাসীর চরম দুর্ভোগ টাঙ্গাইলে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৪, আহত ১০ শহরের সাবলিয়ার বনফুল টাওয়ার নিয়ে পুলিশের সাবেক কন্সটেবল উজ্জল চক্রবর্তীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন কালিহাতীতে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ অনুষ্ঠিত  ভূঞাপুরে টাইলসের দোকানে চুরি, ল্যাপটপসহ নগদ টাকা লুটপাট  টাঙ্গাইলে ৬ ক্লিনিক ও ফার্মেসীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত টাঙ্গাইল জাতীয়তাবাদী ফোরাম ইউকে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ভূঞাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস গিয়ে পড়লো বসত ঘরের উপর; বৃদ্ধ নিহত, আহত ১০ বিএনপি’তে কাউকে অনুপ্রবেশ করতে দেয়া হবে না: স্বপন ফকির
বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের উদ্বোধন

বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের উদ্বোধন

প্রতিদিন প্রতিবেদক : কাপাপো ক্রীড়া চক্র ও থানাপাড়া ইষ্টার্ন স্পোটিং ক্লাবের খেলার মধ্যে দিয়ে টাঙ্গাইল স্টেডিয়ামে বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের উদ্বোধন করা হয়েছে।

৯ মার্চ মঙ্গলবার সকালে টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত হ্যাবিট টাঙ্গাইল ও হক ব্রাদার্সের পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল সদরের সংসদ সদস্য মোঃ ছানোয়ার হোসেন।

বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার নবনির্বাচিত মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, হক ব্রাদার্সের স্বত্ত্বাধিকারীর নির্বাহী কর্মকর্তা রাশেদুল খালেক শিমুল, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ আনিসুর রহমান আলো, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক ও ক্রিকেট উপ-পরিষদের সভাপতি ফারুক হোসেন মানিক।

টাঙ্গাইল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্রিকেট উপ-পরিষদের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন।

টাঙ্গাইল সদরের ১০টি ক্লাব নিয়ে দু’টি গ্রুপে বিভক্ত হয়ে টুর্নামেন্টে প্রতিটি দল রঙ্গিন পোষাকে অংশগ্রহন করবে। “ক” গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন কাপাপো ক্রীড়া চক্র, ইর্ষ্টান র্স্পোটিং ক্লাব, প্যারাডাইস পাড়া ক্লাব, প্রগতিশীল স্বদেশী সংঘ ও টাঙ্গাইল ক্রিকেট ক্লাব। “খ” গ্রুপে থানাপাড়া ক্লাব, ইয়ং স্পোটিং ক্লাব, সিটি ক্লাব, মারুফ স্মৃতি সংঘ ও স্কয়ার ক্রিকেট ক্লাব। ১০টি দলের খেলোয়াড়বৃন্দ হলোঃ- থানাপাড়া ইস্টার্ন স্পোটিং ক্লাবঃ জয়রাজ শেখ ইমন, সুমন, নাবিল, ইয়াসির আরাফাত, টিপু, মুন্না, আদনান, রকি, পার্থ, সোহেল, তুহিন, লিমন, শামিউল,সোহাগ ও সালাম।

থানাপাড়া ক্লাবঃ রাফসান জানী, শাহীন, ইমতিয়াজ, সানি, রনি, তাসিন, সাদ্দাম মনির, শিপলু, উদয়, বিজয়, নিশাত, সোহাগ, সানি, রাফি ও আজাদ। প্রগতিশীল স্বদেশী সংঘঃ রাসেল, সুমন, প্রিতম, টিটু, রিফাত, রিয়াসাত, তুষার, সজল, ফাহাদ, সৈকত, মুন্না ও রাকিব। স্কয়ার ক্রিকেট ক্লাবঃ জহির, সজিব, রিয়াদ, রজিন, জসিম, সাইফ, রাহাত, রওনক হরিজন, সুমন, রাকিব, শান ও সবুজ।

প্যারাডাইস পাড়া ক্লাবঃ নাজুমল হোসন দিপু, আরিফ, তুষাল সিদ্দিকী, রবিন সরকার, শিশির, শক্তি, আশিক, অন্তর, সেলিম, নাজিম উদ্দিন রিফাত, ইফতি, মাইন, তানভীর ও হাসান। ইয়ং স্পোটিং ক্লাবঃ নাজমুল হোসেন মিলন, সাদি, লোহিত, হৃদয়, সুমন, রাসেল খান, দ্রব, হামিম, রাজিব, খালিদ ও মুগ্ধ। সিটি ক্লাবঃ আরিফ হোসেন মুন, সোহাগ, রিজান, দেবাশীষ, জনি, আবির, সাগর, রিফাত, আরিফ, মেহেদী ও উত্তম। মারুফ স্মৃতি সংঘঃ মেহেদী মারুফ, সজিব,রানা, জয়, রাহাত, জুবায়ের, তপু, সাদেক খান, নাসির, অনিক, নয়ন, র্পাথ, সাব্বির ও আরিফ।

টাঙ্গাইল ক্রিকেট ক্লাবঃ সজিব, রেকাব, অনিক, মিলন, সুজন, সাদ্দাম, বিদ্যুৎ, তাজামুল, নাহিদ, সোহাগ, রাসেল ও সালমান। কাপাপো ক্রীড়া চক্রঃ রিমন, শান, পাপ্পু, সকাল, জনি, রাফি, উদয়, হৃদয়, দিপু, রিফাত, সজিব শেখ, আসাদ ও শফি।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840