প্রতিদিন প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু নির্মাণ কাজে কর্মরত ৮ জন বিদেশি নাগরিকসহ ১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল নিশ্চিত করেছেন।
আক্রান্তদের মধ্যে ৬ জন জাপানি, ১ জন নেপালি ও ১ জন ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছে।
নির্বাহী প্রকৌশলী জানান, কর্মরত বিদেশি ওই নাগরিকরা এলেঙ্গা রিসোর্ট, বঙ্গবন্ধু সেতু রিসোর্ট (যমুনা রিসোর্ট) ও সেতু প্রকল্প এলাকায় বসবাস করতেন। করোনা আক্রান্তের পর তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
এদিকে, করোনা আক্রান্তের ঘটনায় বঙ্গবন্ধু সেতুর গোরিলাবাড়ির জেটি ঘাট সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।