জাহাঙ্গীর আলম: বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে সেতুর ১৩ ও ১৯ নম্বর পিলারের কাছে বৃহস্পতিবার (১২ মার্চ) ভোরে বাস-ট্রাক ও পিকআপের সংঘর্ষে পিকআপের হেলপার ও অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুবুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে পাঁচটার দিকে বঙ্গবন্ধু সেতুর ১৩ নম্বর পিলারের কাছে একটি পিকআপ পিছন থেকে অপর একটি ট্রাককে ধাক্কা দিলে পিকআপের হেলপার নিহত হয়। তার নাম-পরিচয় পাওয়া যায়নি। এছাড়া, সেতুর ১৯ নম্বর পিলারের কাছে পর পর একাধিক বাস-ট্রাকের সংঘর্ষে অজ্ঞাত আরো একজনের মৃত্যু হয়েছে।