প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর : টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতাল ও ভারতেশ্বরী হোমসের অভ্যন্তরে বন্যার পানি প্রবেশ করেছে। প্রতিষ্ঠান দুটির প্রবেশ পথ প্রায় এক ফুট পানিতে তলিয়ে গেছে।
উজান থেকে নেমে আসা ঢল ও গত কয়েক দিনের প্রবল বৃষ্টিপাতে লৌহজং নদীতে পানি বেড়ে যাওয়ায় কুমুদিনী কমপ্লেক্সের অভ্যন্তরে ড্রেন দিয়ে পানি প্রবেশ করে।।ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের।
এদিকে লৌহজং নদী পার হয়ে কুমুদিনী হাসপাতালের সামনের রাস্তা দিয়ে সদরে যাতায়াতকারী দক্ষিণ মির্জাপুরের হাজার হাজার মানুষকেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
শনিবার (২৫ জুলাই) সরেজমিনে দেখা গেছে, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সামনের রাস্তাসহ প্রধান ফটক ও অভ্যন্তরের বেশ কিছু জায়গা বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে।
বহির্বিভাগ ও জরুরি বিভাগে চিকিৎসার জন্য আসা রোগী আর স্বজনদের পানির মধ্যেও হাসপাতালে প্রবেশ ও বের হতে হচ্ছে। হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তারাও ভোগান্তি স্বীকার করে তাদের দায়িত্ব পালন করছেন।
এদিকে টাঙ্গাইলের সকল শ্রেণি-পেশার মানুষের চিকিৎসা সেবার আস্থা দানবীর রণদা প্রসাদ সাহা প্রতিষ্ঠিত কুমুদিনী হাসপাতালে বন্যার পানি প্রবেশ করায় এ অঞ্চলের মানুষের মধ্যে হতাশা বিরাজ করছে।
এদিকে বন্যার কবলে পড়েছে কুমুদিনী কমপ্লেক্স চত্বরে থাকা ঐতিহ্যবাহী আবাসিক নারী শিক্ষা প্রতিষ্ঠান ভারতেশ্বরী হোমস। বন্যায় এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ফটকসহ প্রবেশ পথ ও বিস্তৃত সবুজ মাঠের একাংশ পানিতে প্লাবিত হয়েছে।
এছাড়া কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের শিক্ষার্থীদের নতুন আবাসিক হোস্টেলের বিশাল মাঠটিও পানিতে তলিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। প্রথমে পানি প্রবেশের সময় মেশিন বসিয়ে পাইপের সাহায্যে পানি নিষ্কাশন করার ব্যবস্থা করা হলেও পানি বৃদ্ধি পাওয়ায় এখন আর তা সম্ভব হচ্ছে না।
এছাড়াও হাসপাতাল ও হোমসে চলাচলের জন্য অস্থায়ীভাবে ইট দিয়ে উঁচু করে বিকল্প রাস্তা করে দেয়া হয়েছে। কিন্তু পানি অব্যাহতভাবে বাড়তে থাকায় সেই চেষ্টাও ব্যর্থ হচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
কুমুদিনী হাসপাতালের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) অনিমেষ ভৌমিক লিটন জানান, কুমুদিনী পরিবারের প্রতিটি সদস্যের অক্লান্ত পরিশ্রমে এখন পর্যন্ত হাসপাতালের সেবা কার্যক্রমে ব্যাঘাত ঘটেনি। পানি বৃদ্ধি অব্যহত থাকলেও সেবার ধারাবাহিকতায় যাতে ব্যঘাত না ঘটে সেজন্য বিকল্প চিন্তাও করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।