বল্লা মাদরাসায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল অনুষ্ঠিত

বল্লা মাদরাসায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল অনুষ্ঠিত

কামরুল হাসান, কালহিাতী: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ঐতিহ্যবাহী বল্লা মাদরাসা দারুল ইসলাম মুহাম্মদীয়া আলিম মাদরাসায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে মাদরাসা মাঠে মাদরাসা দারুল ইসলাম মুহাম্মদীয়া বল্লা আলিম মাদরাসা প্রিন্সিপাল মাওলানা আ.মান্নান এর সভাপতিত্বে ওই দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন গর্ভানিং বডির সভাপতি ও টাঙ্গাইল জেলা তন্তুুবায় সমবায় সমিতির পরিচালক মো. মোফাখ্খারুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন কালিহাতী উপজেলা জমঈয়তে আহলে হাদীসের সভাপতি মাওলানা মো. শফিকুল ইসলাম, বল্লা আল-মোকারম জামে মসজিদের পেশ ইমাম ও খতিব শাইখ ওবায়দুল্লাহ বিন আবদুল ওয়াহিদ, উপজেলা জমঈয়তে আহলে হাদীসের সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, স্টারলিট ডে-কেয়ার স্কুলের প্রিন্সিপাল মো.ওমর ফারুক। অন্যদের মধ্যে মাদরাসা পরিচালনা পরিষদের সদস্য ও দৈনিক ভোরের কাগজের কালিহাতী উপজেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ, মাদরাসা পরিচালনা পরিষদের সদস্য মো. হায়দার আলী, প্রভাষক আবদুর রহমান, শিক্ষক ইসমাইল হোসেন প্রমুখ।

উল্লেখ্য, এ বছর ওই মাদরাসা থেকে ১০৩ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিবেন।

Author Profile

Masud Rana
Masud Rana
আমাদের নিউজ এডিটর হলেন একজন দক্ষ সাংবাদিক যার ব্রেকিং নিউজ এবং গভীরভাবে রিপোর্টিং করার আগ্রহ রয়েছে। তিনি দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক গল্পগুলি সনাক্ত করার দক্ষতা তৈরি করেছেন। তিনি আমাদের প্রতিবেদকদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে এমন বাধ্যতামূলক সংবাদ কভারেজ তৈরি করতে যা আমাদের পাঠকদেরকে অবগত ও নিযুক্ত রাখে। সম্পাদকীয় সিদ্ধান্ত গ্রহণ, তথ্য-পরীক্ষা এবং সংবাদ বিচারে তার দক্ষতা নিশ্চিত করে যে আমরা প্রকাশিত প্রতিটি গল্পই সঠিক, ন্যায্য এবং প্রাসঙ্গিক। শ্রেষ্ঠত্বের প্রতি তার প্রতিশ্রুতি তাকে সংবাদ শিল্পে একজন সম্মানিত এবং বিশ্বস্ত কণ্ঠস্বর হিসেবে খ্যাতি এনে দিয়েছে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840