বল্লা মাদরাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বল্লা মাদরাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিদিন প্রতিবেদক, কালিহাতী: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ঐতিহ্যবাহী বল্লা মাদরাসা দারুল ইসলাম মুহাম্মদীয়া আলিম মাদরাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে মাদরাসা মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্ধোধন করা হয়। এতে এবতেদায়ী শাখা থেকে আলিম পর্যন্ত শিক্ষার্থীরা ২৪টি ইভেন্টে অংশ নেয়।

মাদরাসা দারুল ইসলাম মুহাম্মদীয়া বল্লা আলিম মাদরাসা প্রিন্সিপাল মাওলানা আ.মান্নান এর সভাপতিত্বে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাদরাসা পরিচালনা পরিষদের সভাপতি মো. মোফাখখারুল ইসলাম, বল্লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বল্লা করোনেশন স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি হাজী চান মাহমুদ পাকির, বল্লা ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. রাশিদুল হাসান লাভলু, বল্লা করোনেশন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মো. সাজ্জাৎ হোসেন, স্টারলিট ডে-কেয়ার স্কুলের প্রিন্সিপাল মো. ওমর ফারুক, মাদরাসা পরিচালনা পরিষদের সদস্য ও দৈনিক ভোরের কাগজের কালিহাতী উপজেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ, দৈনিক ভোরের পাতার টাঙ্গাইল জেলা প্রতিনিধি আব্দুস সাত্তার, মাদরাসা পরিচালনা পরিষদের সদস্য মো.হায়দার আলী প্রমুখ।

Author Profile

Masud Rana
Masud Rana
আমাদের নিউজ এডিটর হলেন একজন দক্ষ সাংবাদিক যার ব্রেকিং নিউজ এবং গভীরভাবে রিপোর্টিং করার আগ্রহ রয়েছে। তিনি দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক গল্পগুলি সনাক্ত করার দক্ষতা তৈরি করেছেন। তিনি আমাদের প্রতিবেদকদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে এমন বাধ্যতামূলক সংবাদ কভারেজ তৈরি করতে যা আমাদের পাঠকদেরকে অবগত ও নিযুক্ত রাখে। সম্পাদকীয় সিদ্ধান্ত গ্রহণ, তথ্য-পরীক্ষা এবং সংবাদ বিচারে তার দক্ষতা নিশ্চিত করে যে আমরা প্রকাশিত প্রতিটি গল্পই সঠিক, ন্যায্য এবং প্রাসঙ্গিক। শ্রেষ্ঠত্বের প্রতি তার প্রতিশ্রুতি তাকে সংবাদ শিল্পে একজন সম্মানিত এবং বিশ্বস্ত কণ্ঠস্বর হিসেবে খ্যাতি এনে দিয়েছে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840