প্রতিদিন প্রতিবেদক: তামাক নিয়ন্ত্রনে স্থানীয় সরকার তামাক নিয়ন্ত্রন গাইড লাইন ও তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়নে সিভিল সোসাইটি ও এ্যাকশন কমিটির ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে ১২ জুন রবিবার বিকেলে স্বরনী’র সহযোগিতায় ল কলেজ প্রাঙ্গনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) টাঙ্গাইল জেলা শাখার সভাপতি এডভোকেট খান মোহাম্মদ খালেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নাটাব টাঙ্গাইলের সদস্য এডভোকেট মো: আব্দুল গনি আল রুহি, এডভোকেট প্রবীর কুমার প্রমুখ।
সভায় বক্তব্য রাখেন, স্বরনী’র নির্বাহী পরিচালক মঞ্জুরানী প্রমানিক, নাটাব টাঙ্গাইল জেলার সদস্য এডভোকেট আবু রায়হান, নাটাব টাঙ্গাইলের সদস্য ও ভোরের ডাক পত্রিকার জেলা প্রতিনিধি, দৈনিক টাঙ্গাইল প্রতিদিন প্রত্রিকার বার্তা সম্পাদক মাছুদ রানা, নাটাব টাঙ্গাইলের সদস্য ও মেজর জেনারেল (অব:) মাহমুদুল হাসান কলেজের অধ্যাপক সাদি সালমান, নাটাব টাঙ্গাইলের প্রোগ্রাম অফিসার শাহিনুর রহমান প্রমুখ।
সভায় বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) টাঙ্গাইল জেলা শাখার সদস্য ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।