প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল পৌরসভার ১২নং ওয়ার্ডের বাজিতপুর বসাকপাড়ায় মঙ্গলবার (১৯ মে) টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহসভাপতি মোঃ মনসুর রহমান ব্যক্তিগত অর্থায়নে কর্মহীন অহসায় ২৫০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন।
উপহার সামগ্রী মধ্যে ছিল সেমাই ১ প্যাকেট, চিনি ১ কেজি ও চাল ৫ কেজি। এরই ধারাবাহিকতায় ইতিপূর্বে মোঃ মনসুর রহমান ঘোনাপাড়ায় ৭৫ পরিবারে, তালুকদার পাড়ায় ১৩০ পরিবারে ও দক্ষিণ থানাপাড়ায় ১৮০ পরিবার এবং অন্যান্য এলাকায় ঈদ উপহার বিতরণ করেন। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।