সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে ওয়ারিশ দাবি করায় ৭০ বছর বয়সী অসুস্থ বোনকে মারধরের অভিযোগ এসডিএসের ৮০০ শতাংশ জমি জাল দলিলে দখল নেয়ার অভিযোগমন্ত্রণালয়ের খাজনা নেয়ার নির্দেশনা নিয়ে টাঙ্গাইলে ব্যাপক সমালোচনা! ভূঞাপুর হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা সোবহান ও অফিস সহকারী ফরিদের দুর্নীতির অভিযোগ দুদকে (১) কালিহাতীতে ইসলামী আন্দলোনের সম্মেলন অনুষ্ঠিত জমিদার ওয়াজেদ আলী খান পন্নী চাঁদ মিয়ার ৮৯তম মৃত্যুবার্ষিকী পালিত টাঙ্গাইলের হুগড়া ইউনিয়নে কাশিনগর যুব সংঘের ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত টাঙ্গাইলে হেফাজতে ইসলামের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মধুপুরে মাদক ও বাল্য বিবাহ বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত নাগরপুরে দাদনের টাকার অভিযোগে ইট ভাটা বন্ধ-বিপাকে মালিক মধুপুরে নিযন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে

বাল্য বিবাহ নারী স্বাস্থ্যের ক্ষতির অন্যতম কারন…..মন্ত্রী পরিষদ সচিব আনোয়ারুল ইসলাম

  • আপডেট : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০
  • ৬১৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর: মন্ত্রী পরিষদ সচিব আনোয়ারুল ইসলাম বলেছেন, গ্রামীণ স্বাস্থ্যসেবায় বর্তমান সরকারের কমিউনিটি ক্লিনিকগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে মা ও শিশু স্বাস্থ্য সেবায় এর ভূমিকা অপরিসীম। শহর থেকে গ্রাম পর্যায়ে চিকিৎসা সেবা পৌঁছে দিতেই সরকার কমিউনিটি ক্লিনিকগুলো স্থাপন করেছে।

তিনি সোমবার (১৩ জানুয়ারি) সকালে নাগরপুর উপজেলার কোনড়ায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে যমুনা ব্যাংক ফাউন্ডেশন আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি এসময় উপস্থিত জনসাধারনের উদ্দেশ্যে আরও বলেন আপনারা যদি মায়েদের স্বাস্থ্য নিয়ে ভাবেন তাহলে বাল্যবিবাহ থেকে বিরত থাকুন। বাল্যবিবাহ নারী স্বাস্থ্যের ক্ষতির অন্যতম কারন। উপস্থিত সকলকে বাল্যবিবাহ, ইভটিজিং ও যৌতুক প্রথা থেকে বিরত থাকতে রাষ্ট্রীয় আইন মেনে চলার আহবান জানান তিনি।

জেলা প্রশাসক মো.শহীদুল ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক মো. শিবলী সাদিকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় ও কম্বল বিতরন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, তথ্য সচিব কামরুন্নাহার বেগম, মন্ত্রী পরিষদ সচিবের একান্ত সচিব মাহমুদ ইবনে কাসেম, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম, টাঙ্গাইল নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) গোলাম আজম, উপজেলা প্রকৌশলী মো.মাহবুবুর রহমান, শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম বিথী, যমুনা ব্যাংকের কো অর্ডিনেটর মো.জাহাঙ্গীর আলম প্রমূখ।

পরে দিনব্যাপী যমুনা ব্যাংক ফাউনেডশন এর উদ্যোগে দুস্থ্যদের মাঝে কম্বল, ঢাকা থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে রোগীদের চক্ষু, গাইনী, ডায়াবেটিস রোগের চিকিৎসা ও ফ্রি ঔষধ বিতরন করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme