প্রতিদিন প্রতিবেদক বাসাইল : বাসাইল উপজেলা আওয়ামীলীগে কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) বিকেলে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ওয়ারেছ আলী মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদ হোসেন আল মাজিদী শীষ মিয়া,
আওয়ামী লীগ নেতা সরকার মোহাম্মদ আরিফুজ্জামান ফারুক, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক জেবুন্নেসা চায়না, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম আজাদ খানশুর, ছাত্তার জমাদার,
আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন লাভলু, হাবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম, কাউলজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী হবি।
বক্তারা বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী অলিদ ইসলামকে বহিস্কারের দাবী জানিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাজী মতিয়ার রহমান গাউসকে বিজয়ী করতে একাট্টা হয়ে মাঠে কাজ করার আহবান জানান।