সংবাদ শিরোনাম:

বাসাইলে আ’লীগ বিদ্রোহী অলিদ বেসরকারি ভাবে নির্বাচিত

  • আপডেট : রবিবার, ৩১ মার্চ, ২০১৯
  • ৭১১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক বাসাইল : বাসাইল উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম আনারস প্রতিক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন।

তিনি পেয়েছেন ৩৪ হাজার ২শ’ ৭৫ভোট। তার নিকটতম আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাজী মতিয়ার রহমান গাউস নৌকা প্রতিক নিয়ে পেয়েছেন ১৩ হাজার ৫শ’ ৮৮ভোট।

অপরদিকে উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী কাজী শহীদুল ইসলাম দোয়াত-কলম প্রতীক নিয়ে পেয়েছেন ৮ হাজার ৫শ’ ২ভোট।

আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী কাজী অলিদ ইসলাম বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালীন ঢাকা বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান খেতাব প্রাপ্ত হয়েছিলেন। তিনি উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্বে রয়েছেন।

রোববার নির্বাচন শেষে ভোট গণনার পর উপজেলা রিটানিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না রাত সাড়ে ৮টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারীভাবে উপজেলার ৫৩টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন। এতে কাজী অলিদ ইসলাম বেসরকারি ভাবে নির্বাচিত হন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme