প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন উৎসর্গ ফাউন্ডেশনের সদস্যরা।
শুক্রবার দুপুরে বাসাইল টেংগুরিপাড়া ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্তিত ছিলেন উৎসর্গ ফাউন্ডেশনের সভাপতি শুকুর মাহমুদ, টেংগুরিপাড়া আদর্শ ক্লাবের সভাপতি ছানোয়ার হোসেন, উৎসর্গ ফাউন্ডেশনের সহ-সভাপতি , নাজমুল ইসলাম, সোহাগ, জুয়েল, দেবাশীষ, সজীব প্রমুখ ।
সভাপতি শুকুর মাহমুদ বলেন,”মানবতার ডাকে সারা দিয়ে আমাদের এই ছোট্র আয়োজন। প্রায় শতাধিক পরিবারের মাঝে আমরা কম্বল বিতরণ করেছি। ভবিষ্যতে আমাদের এমন কর্মকান্ড অব্যাহত থাকবে।এই শীতে সকলের উচিত যার যার অবস্থান থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো।”