প্রতিদিন প্রতিবেদকঃ টাঙ্গাইলের বাসাইলে গাছচাপায় নায়েব আলী নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দাপনাজোর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিক উপজেলার দেউলী গ্রামের বাসিন্দা ছিলেন।
স্থানীয়রা জানান, উপজেলার দেউলী গ্রামের নায়েব আলী দীর্ঘ দিন যাবৎ গাছ কাটার কাজ করে আসছিলেন। তিনি সকালে পার্শ্ববর্তী দাপনাজোর গ্রামের বজলুর রহমানের বাড়িতে গাছ কাটতে যায়।
গাছ কাটার সময় এক পর্যায়ে একটি গাছ তার ওপর পড়ে যায়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।
স্থানীয় ইউপি সদস্য হিকমত আলী গাছচাপায় মৃত্যুও এ তথ্যটি নিশ্চিত করেন।
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম তুহীন আলী বলেন, বিষয়টি আমার জানা নেই।