সংবাদ শিরোনাম:

বাসাইলে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট : সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯
  • ৭৭৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক বাসাইল : বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) বিকেলে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল-৮ ( বাসাইল-সখিপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)।

ফুলকি ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল আয়োজিত মুক্তিযোদ্ধা মজিবর ররহমান মাস্টারের সভাপতিত্ত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজি অলিদ ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না,

উপজেলা ভাইস চেয়ারম্যান হাজি শাহাদত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মলি আক্তার, বাসাইল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নুরুল ইসলাম, ডিপুটি কমান্ডার জান মাহমুদ,

ফুলকি ইউপি চেয়াম্যান জাহিদুল ইসলাম বাবুল, কাশিল ইউপি চেয়ারম্যান মির্জা রাজিক, ফুলকি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল করিম তালুকদার,

উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন তালুকদার।

প্রধান অতিথি ফুলকি ইউনিয়ন মুক্তিযোদ্ধ সংসদের নিজস্ব জায়গায় নির্মিত জড়াঝীর্ণ ঘর ও পানিতে ডুবা জায়গাটি পরিদর্শন করে, মাটি ভরাটসহ অফিস নির্মানের প্রতিশ্রুতি প্রদান করেন।

সমাবেশে মুক্তিযোদ্ধাদের সমস্যা তুলে ধরে স্বাগত বক্তব্য দেন ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুর রহমান তোতা।

অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ফুলকি ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

উল্লেখ্য, ফুলকি ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের ঝড়াঝীর্ণ অফিস ও তৎসংলগ্ন পাগার নিচু জায়গা ভারাট করে অফিস নির্মানের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme