বাসাইলে হাত-পা বাঁধা অবস্থায় অটোরিক্সা চালকের মৃতদেহ উদ্ধার

বাসাইলে হাত-পা বাঁধা অবস্থায় অটোরিক্সা চালকের মৃতদেহ উদ্ধার

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের বাসাইলে হাত-পা ও মুখ বাধা অবস্থায় ব্যাটারি চালিত অটো রিক্সা চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে পৌরসভার কুমারজানী এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত চালকের নাম জুলহাস মিয়া (৫০)। তিনি টাঙ্গাইল সদর উপজেলার বোয়ালী এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, জুলহাস মিয়া পূর্বে ট্রাক চালক ছিলেন। সম্প্রতি তিনি ব্যাটারি চালিত অটো রিক্সা কিনে চালাতেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি অটো নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে বুধবার সকালে বাসাইল পৌরসভার কুমারজানী এলাকায় তার হাত ও মুখ বাধা অবস্থায় তার মৃতদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, মৃতদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে দূর্বৃত্তরা চালককে হত্যার পর ব্যাটারি চালিত অটোরিক্সাটি ছিনিয়ে নিয়ে গেছে।

Author Profile

Masud Rana
Masud Rana
আমাদের নিউজ এডিটর হলেন একজন দক্ষ সাংবাদিক যার ব্রেকিং নিউজ এবং গভীরভাবে রিপোর্টিং করার আগ্রহ রয়েছে। তিনি দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক গল্পগুলি সনাক্ত করার দক্ষতা তৈরি করেছেন। তিনি আমাদের প্রতিবেদকদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে এমন বাধ্যতামূলক সংবাদ কভারেজ তৈরি করতে যা আমাদের পাঠকদেরকে অবগত ও নিযুক্ত রাখে। সম্পাদকীয় সিদ্ধান্ত গ্রহণ, তথ্য-পরীক্ষা এবং সংবাদ বিচারে তার দক্ষতা নিশ্চিত করে যে আমরা প্রকাশিত প্রতিটি গল্পই সঠিক, ন্যায্য এবং প্রাসঙ্গিক। শ্রেষ্ঠত্বের প্রতি তার প্রতিশ্রুতি তাকে সংবাদ শিল্পে একজন সম্মানিত এবং বিশ্বস্ত কণ্ঠস্বর হিসেবে খ্যাতি এনে দিয়েছে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840