সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরামের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত টাংগাইল শহরের ১৮ নং ওয়ার্ডের ইফতার মাহফিল অনুষ্ঠিত নিয়ম বর্হিভূত ভাবে ভূঞাপুরে ৯কোটি টাকার জব্দ বালু ৫০ লাখে বিক্রি টাঙ্গাইলে সেফ লাইফ বাংলাদেশের ঈদ উপহার বিতরণ  বাসাইলে মানসিক ভারসাম্যহীন এক ভিক্ষুকে ধর্ষণের চেষ্টা; যুবককে গণধোলাই  টাঙ্গাইল সদর থানায় শ্রেষ্ঠ এসআই শ্রী রামকৃষ্ণ টাঙ্গাইলে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল  সংবাদ প্রকাশের জেরে ঘাটাইলে মানবজমিন প্রতিনিধির ওপর হামলা দায়িত্ব গ্রহণের তিন মাসেই দু’বার শ্রেষ্ঠ সার্কেল অফিসার আরিফ সোনিয়া ফাউন্ডেশনের সোনিয়ার বিরুদ্ধে ভুক্তভোগী রোজিনার সংবাদ সম্মেলন 

বাসাইল ঝিনাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দন্ড ও জরিমানা

  • আপডেট : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৯০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদকঃ বাসাইলের ঝিনাই নদীতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসন নিরব ভূমিকা পালন করলেও থেমে থাকেননি জেলা প্রশাসন। টাঙ্গাইলের জনবান্ধব জেলা প্রশাসকের নির্দেশে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ছয় জন অবৈধ বালু ব্যবসায়ীকের আটক করেন।

এসময় দুটি এক্সকেভেটর ধ্বংস ও দুই ব্যবসায়ীকে বিনাশ্রম কারাদন্ড সহ আর্থিক জরিমানা করা হয়। এ দন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক টাঙ্গাইলের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রোকনুজ্জামান।

রবিবার (২ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার নথখোলা ও কাঞ্চনপুর (কাজিরা পাড়া) এলাকায় অভিযান চালায় ভ্রামমান আদালত। এ অভিযানে জেলা প্রশাসক ও ভ্রাম্যমান আদালত পরিচালনাকারীদের সাধুবাদ ও ধন্যবাদ জানিয়েছেন উপজেলাবাসী।

এ অভিযানের কারণে কিছুটা হলেও রক্ষা পেল নদী সংলগ্ন জমি, ঘর-বাড়ী ও ব্রীজ সহ সাধারণ খেটে খাওয়া মানুষ। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রোকনুজ্জামান জানান, বাসাইল উপজেলার কাশিল ও কাঞ্চলপুর ইউনিয়নের ঝিনাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করছিলো স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি এমন অভিযোগের ভিত্তিতে আমরা একটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করি। এসময় অবৈধভাবে বালু উত্তোলনকারীদের আটক করা হয়।

আটককৃত দুই বালু ব্যবসায়ীকে আর্থিক জরিমানা ও অপর দুই জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। জেলার যে কোন নদী থেকে অবৈধভাবে যারা বালু উত্তোলন করবে তাদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এ অভিযানে টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ এর সদস্য ও জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। স্থানীয়রা জানান, উপজেলার প্রশাসনকে ম্যানেজ করে দীর্ঘ দিন যাবত বাসাইল উপজেলার ঝিনাই নদীর নথখোলা ও কাঞ্চনপুর কাজিরা পাড়া এলাকা থেকে অবৈধ ভাবে এক্সকেভেটর দিয়ে বালু কেটে বিক্রি করে আসছিল প্রভাবশালী মহল। এ নিয়ে একাদিক বার এলাকাবাসী প্রশাসনকে বার বার অবহিত করেন। কিন্তু উপজেলা প্রশাসন এতে কোন প্রকার কর্ণপাত করেননি।

পরে বিষয়টি জনপ্রিয় অনলাইন “টাঙ্গাইল প্রতিদিন”-এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ ও প্রচার হওয়ায় জেলা প্রশাসনের নজরে আসে। সংবাদ প্রকাশের মাত্র কয়েক ঘন্টা পর টাঙ্গাইলের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রোকনুজ্জামান-এর নেতৃত্বে ভ্রামমান আদালত অভিযান চালায়।

এসময় নথখোলা এলাকায় দুটি এক্সকেভেটর ধ্বংস করে। একই সাথে অবৈধ বালু মহল থেকে জড়িত সন্দেহে ৬ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে বাসাইল বিল পাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে জাহিদুর রহমানকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড ও দুই লাখ টাকা জরিমানা এবং দেলদুয়ার উপজেলার আছান মিয়ার ছেলে মো. রাজু মিয়াকে তিন মাস বিনাশ্রম কারাদন্ড ও তিন লাখ টাকা জরিমানা করা হয়।

আটককৃত অপর বালু ব্যবসায়ী উপজেলার বাংড়া গ্রামের মো. ছবুর মিয়া, সোনালিয়া গ্রামের আমিনুর রহমান, পিচুরী গ্রামের নুরু মিয়া ও করটিয়া এলাকার স্বপন মিয়াকে মোট দুই লাখ টাকা জরিমান করা হয়। জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme