প্রতিদিন প্রতিবেদক বাসাইল : বাসাইল সাংবাদিকদের সাথে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ জুন) বিকেলে বাসাইল প্রেসক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের তথ্য তুলে করে বিস্তারিত আলোচনা করেন জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাসাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সাবেক সভাপতি এম শহিদুল ইসলাম, সহ-সম্পাদক এনায়েত করিম বিজয়।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাহিত্য সম্পাদক শাহানাজ খানম রেখা, ক্রীড়া সম্পাদক রুবেল মিয়া, প্রচার ও দপ্তর সম্পাদক আব্দুল লতিফসহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।