প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের বীরনাহালী গ্রামের এলেংজানী নদীতে পুনরায় চালু হওয়া অবৈধ বাংলা ড্রেজার ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (০৩ ফেব্রুয়ারি) টাঙ্গাইল সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উপমা ফারিসা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় বীরনাহালিতে দুইটি অবৈধ বাংলা ড্রেজার ও পাঁচ কিলোমিটার পাইপ ধ্বংস করেছেন। এরপর পৌরসভার কাগমারী ব্রীজের উত্তর পাশে একটি ড্রেজার বিনষ্ট করে পানিতে ডুবিয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সোমবার (২০ জানুয়ারি) বীরনাহালীর অবৈধ ড্রেজারের নিউজ টাঙ্গাইল প্রতিদিন পত্রিকায় সংবাদ প্রকাশের পর প্রশাসন ড্রেজার ধ্বংস করেন। পুনরায় চালু হওয়া ড্রেজার ধ্বংস করায় স্থানীয়রা ও সুধীমহল প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।