প্রতিদিন প্রতিবেদক ধনবাড়ী: ধনবাড়ীতে ভাইঘাট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০১ ফেবৃুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে ধোপাখালী ইউপি চেয়ারম্যান আকবর হোসেনের সভাতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোলাবাড়ী ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা খান বাবলু।
বিশেষ অতিথি ছিলেন ধনবাড়ী পৌরসভার ৮নং ওয়ার্ড কমিশনার নূর মোহাম্মদ, পৌর মানবাধিার সম্পাদক রাজীব ভদ্র অপু, মাইটিভি’র সাংবাদিক হাফিজুর রহমান, আওয়ামীলীগ নেতা আনোয়ার মিন্টু, শাহ আলম, ভাইঘটি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা আবুল কাশেম প্রমূখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভাইঘাট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. এমরান হোসেন। শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে।